লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দীন আহমদেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
0

মোঃ শাহীনুজ্জামান – নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দীন আহমদ কে গতকাল বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় আল মারকাজুল মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। ৭১ সালের রনাঙ্গনের এই যোদ্ধাকে অন্তিম সালাম জানানোর প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের লোকজন উপস্থিত হয়েছিল।
রবিবার (৫ জানুয়ারী) রাত ২.৩০ মিনিটের সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রবিবার গভীর রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকৎসকগন কিছুক্ষন পর্যবেক্ষনে রাখার পর তাকে মৃত বলে ঘোষনা করেন। বিকাল ৩ টার সময় উপজেলার আলমারকাজুল মাদ্রাসার সবুজ চত্তরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পুর্বে প্রায়ত মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া সহকারী কমিশনার (ভুমি) রাখি ব্যানার্জি,প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রয়াত মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দীন স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here