নড়াইলে ফটোসেশনেই শেষ হল জাতীয় বীমা দিবসের র‌্যালী

0
0

মোঃ শাহীনুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় ফটোসেশনের মধ্য দিয়েই শেষ করা হয়েছে জাতীয় বীমা দিবসের র‌্যালী। রবিবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের হতে দেখা যায়। ওই র‌্যালীটি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার ভবনের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদের গেটে গিয়েই শেষ হয়। র‌্যালীতে লোক সংখ্যা বেশি দেখানোর লক্ষে যোগ করা হয় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে আসা মহিলা প্রশিক্ষণার্থীদের। শুরুর দিকে আয়োজকসহ অংশগ্রহণকারীদের বেশিরভাগই ফটো তোলায় ব্যাস্ত ছিলেন। পরে কিছু সময়ের জন্য উপজেলা পরিষদের সামনে নড়াইল-কালনা সড়কের পাশে র‌্যালীটি অবস্থান করে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মুকুল কুমার মৈত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ অনেকেই।সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষক চায়না খানম বলেন, প্রায় ৬০জন প্রশিক্ষনার্থী ওই র‌্যালীতে অংশ নিয়েছে। র‌্যালীতে অংশ নেওয়ার ফলে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, উপায় নেই। তাই প্রায়ই র‌্যালীতে আমাদের প্রশিক্ষণার্থীদের পাঠাতে হয়।পরে পরিষদের হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার শীর্ষ কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ। সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, লোহাগড়া পৌর মেয়রসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হলেও কাউকে র‌্যালীতে অংশ নিতে দেখা যায়নি। এছাড়া লোহাগড়ায় কতটি বীমা অফিস তাদের কার্যক্রম পরিচালনা করছে জানতে চাইলে এর সঠিক কোন তথ্য দিতে পারেননি আয়োজকগণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here