মোহাম্মাদ রায়হান – নড়াইলে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। আজ ১লা মে বুধবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, শ্রমিক ঐক্য পরিষদ, বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস, ট্রাক-ট্যাংকলরী, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠন র্যালী ,আলোচনা সভা, গণভোজ, মৃত ও আহত শ্রমিকদের পরিবারদের চেক হস্তান্তর, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে রূপগঞ্জ বাজার যাত্রী ছাউনি থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, পৌর মেয়র ও জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন বিশ্বাস, ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, নারীনেত্রী আঞ্জুমান আরা, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিকেরা এ সময় উপস্থিত ছিলেন।