নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে যুব ও ক্রীড়া উন্নয়ন সম্পর্কিত স্থায়ী কমিটির বাস্তবায়নে বেকার যুবদের মোটরযান চালনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। প্রশিক্ষনের সমাপনীতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ উমিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা প্রকল্প অফিসার কাজী রাশেদ শিমুল, নির্বাচন অফিসার হাসিব বীন সাহাব প্রমূখ।
বেকার যুবকদের মোটরযান চালনা বিষয়ে ও বেকার কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধির লক্ষে ১৫দিনের কোর্সে ২৫জন যুবক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।