নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে শহীদ মমতাজ উদ্দীন ডায়াবেটিস সমিতির শুভ উদ্বোধন ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উক্ত ডায়াবেটিস সমিতির শুভ উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দীনের পুত্র শামীম আহম্মেদ সাগর, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, চংধুপইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রমুখ। এ সময় এলাকার সাধারণ মানুষদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।