নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের ৭৫বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যেমে ২দিনব্যাপি আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে র্যালি, পতাকা উত্তলন, পায়রা অবমুক্ত, স্বরণীকার মড়ক উন্মোচন করার মাধ্যেমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এবং সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল, সচিব মিজানুর রহমান, নাটোর সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক জিয়াউল ফারুক, পাবনা সুগার মিলের এমডি আব্দুস সেলিম, নবেসুমির জিএম(প্রশাসন) আনোয়ার হোসেন, নবেসুমি হাই স্কুলের পধান শিক্ষক গাউছুল আজম, প্রাপ্তম ছাত্র কবির হোসেন সহ নবেসুমির সকল কর্মকর্তা ও স্কুলের সকল শিক্ষক এবং ৭৫বছরের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।