নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) উপজেলার ১০নং কদিমচিলান ও ২নং ঈশ^রদী ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত পৃথক (১০নং কদিমচিলান ও ২নং ঈশ^রদী ইউনিয়নে) দুই স্থানের সভায় ১০নং কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা ও ২নং ঈশ^রদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহ পরিচালক আলমগীর হোসেন, পরিদর্শক লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল সহ স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগের্র উপস্থিতিতে প্রধান অতিথি মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান।