নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৯নভেম্বর) সকালে ১৩ কোটি ৮০লক্ষ টাকা ব্যায়ে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী প্রমূখ।
অন্যদিকে বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্তে¡ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া থানার পুলিম পরিদর্শক স্বপন কুমার পাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।