মোঃ শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শার উত্তর বুরুজবাগান এলাকার নাভারণ ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে ২০ দিন পর উদ্ধার করেছে পিবিআই পুলিশ।
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাকড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পিবিআই সদস্যরা, তবে আটকের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন তারা।
পিবিআই এক প্রেস রিলিজে যশোর জেলা পুলিশ সুপার রেশমা শারমিন জানিয়েছেন, পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ পিবিআই যশোর জেলার আভিযানিক দল কর্তৃক টানা অভিযান পরিচালনার মাধ্যমে (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বাকড়া এলাকা হতে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।
এর আগে গত (৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে সকলের অগোচরে শার্শা থানাধীন উত্তর বুরুজবাগান গ্রামস্থ নাভারণ ক্লিনিকের বেড থেকে ০১ (এক) দিন বয়সের নবজাতকে চুরি করার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। এ সময় ভিড়ের মধ্যে সুযোগ বুঝে কৌশলে ওই নারী শিশুটিকে নিয়ে চম্পট দেয়। পরে আশেপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশকে জানান নবজাতকের পরিবার।
মোবাইল 01732390325