কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃকলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৬ ডিসেম্বর কলারোয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার
সকাল ৭টায় পৌর সদরের তুলশীডাঙ্গা খাদ্য গুদাম গোডাউন মোড়ে নব-নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ৭টায় কলারোয়া ফুটবল মাঠের দক্ষিন পাশে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আলী, আবুল হোসেন, উপজেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ অন্যন্যেরা। পরে সকাল ১০টায়
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, কলারোয়া থানার অফিসার ইনচার্জ,কলারোয়া প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একটি বিজয় র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিন শেষে
মুক্তিযোদ্ধা সংসদের এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।