জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলায় সরকারি জিকেএমকে পইলট হাইস্কুলের ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত প্রজেক্টে জুনিয়ার গ্রুপে প্রথম স্থান অর্জন করে শীর্ষে রয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান প্রকল্পে প্রতিযোগীতায়
জুনিয়ার গ্রুপে প্রথম স্থান লাভ করে শিক্ষার্থীরা বিদ্যালয়টিকে গৌরাবান্বিত করেছে।
‘ফাস্ট ফুডের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা
হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসর রুলী বিশ্বাসের হাত থেকে সন্মান স্মারক পুরস্কার গ্রহন করেন বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আবদুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব,শিক্ষক ফারুক হোসেন,আব্দুস সাত্তার, আকবার হুসাইন, আব্দুল জলিল, আফজাল হোসেন, মোস্তাফিজুর রহমান, আশরাফুল কবির, জাহিদ হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও
ক্ষুদে বিজ্ঞানীরা। বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্তরে প্রদর্শিত ২৫ টি স্টলে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক উপস্থাপিত প্রজেক্টের মধ্যে কলারোয়ার একমাত্র সরকারি জিকেএমকে পইলট হাইস্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা প্রথম স্থান অর্জন করে।