কলারোয়া সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়ার ব্রজবাকসার ইসলামপুর দারুল ইলুম দাখিল
মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ব্রজবাকসার ইসলামপুর দারুল ইলুম দাখিল মাদরাসার সভাপতি ও হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জজকোর্টের এপিপি এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা ছাকারুদ্দীন, ইসলামপুর দারুল ইলুম দাখিল মাদরাসার সুপার ইদ্রিস আলী, সহ.সুপার মাওলানা আয়ুব আলী, বিশিষ্ট সমাজে সেবক আলহাজ্ব জালাল উদ্দীন সরদার, সমাজসেবক আলহাজ্ব আইউব আলী, মোস্তফা রায়হান আল বাশার, আল বাশার ফাউন্ডেশনের সভাপতি নাজমুস সাকিব, ইউপি সদস্য শাহাজুল ইসলাম, মালয়েশিয়া
প্রবাসী আব্দুল মাজেদ, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মাদ্রাসা
পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।