স্টাফ রিপোর্টঃ দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজনে ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঝিকরগাছার নায়ড়া সেকেন্দার কাঠি এসকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২১ মার্চ ২০২৩ (মঙ্গলবার) স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি এম আরাফাত হোসেন সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগম,সংরক্ষিত মহিলা মেম্বর দুলজান বেগম, তবিবর রহমান,স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, মিজানুর রহমান গাজী, তবিবার রহমান, মুনছুর আলী সহ এলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা।