বাগআঁচড়ায় পত্রিকা এজেন্ট দীপক দত্তের ঘর রাতের আধারে ভাংচুর,থানায় অভিযোগ দায়ের

0
0

স্টাফ রিপোর্টঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় পত্রিকা এজেন্ট দীপক কুমার দত্তের দোকান ঘর গভীর রাতে ভাংচুর করেছে দূবৃত্বরা।

গত (১৬ এপ্রিল) রাতে শার্শার বাগআঁচড়া মাছ পর্টিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অসহায় দীপক কুমার দত্ত শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দীপক কুমার দত্ত জানান, আমার পৈত্রিক সূত্রে পাওয়া রাড়িপুকুরিয়া মৌজায় দুই শতক জমিতে একটি মুদিখানা দোকান ছিলো। উক্ত দোকানের জমির মধ্যে আমার ওয়ারিশগণ এক শতক জমি গত ২ বছর আগে জনৈক ইলিয়াস কবীর বকুল এর নিকট বিক্রয় করে।

পরে জনৈক ইলিয়াস কবীর বকুল পুনরায় জনৈক মো: কুদ্দুস আলী বিশ্বাস এর নিকট বিক্রয় করে।

বাকি এক শতক জমিতে আমি পত্রিকার এজেন্ট অর্থাৎ পত্রিকা বিক্রয় করিতেছি। বর্তমানে আমি আমার এক শতক জমির উপর থাকা পুরাতন দোকান ঘর ভাঙিয়া নতুন করে পাকা ইট দ্বারা ঘর নির্মান করছি।

গত ১৬/০৪/২০২৩ তারিক রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় আমার উক্ত দোকান ঘরের দেয়াল অনুমান ৬ ফিট লম্বা অবস্থায় দেখে বাড়িতে আসি।

পরে রাত আনুমানিক ৯ টার সময় সেখানে গিয়ে দেখি কে বা কাহারা আমার উক্ত দোকান ঘরের নতুন দেয়াল ভাঙ্গিয়া ইট গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। যার ফলে আমার আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এমতাবস্থায় উপরোক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট বিনীত ভাবে আবেদন করেছেন ভুক্তভোগী দীপক কুমার দত্ত।

এসময় দীপক কুমার দত্ত আরো বলেন, আমি গরীব মানুষ। আমার যে পরিমান ক্ষতি হলো তার খেসারত কে দিবে। যারা আমার এতবড় ক্ষতি করলো আমার সে ক্ষতিপূরণ সহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, ঘর ভাঙ্গার বিষয়ে দীপক কুমার দত্ত নামে একজন থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here