পরিক্ষা কেন্দ্রে অনিয়মঃ ছাত্রী বহিস্কার সহ কেন্দ্রসচিবসহ দু’জনকে অব্যাহতি

0
0

কলি আক্তার,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্রে অনিয়মের দায়ে এক ছাত্রীকে বহিষ্কার ও কেন্দ্রসচিবসহ দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়মের দায়ে কেন্দ্র সচিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার, কলেজের ল্যাব সহকারী নুসরাত জাহান নিপুকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদেরকে এ তথ্য জানান।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ বলেন, অসুস্থতার জন্য
উচ্চ মাধ্যমিকের কম্পিউটার ট্রেডের জান্নাতুল ফেরদৌস নামে এক ছাত্রীকে আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ওই কক্ষে ল্যাব সহকারি নুসরাত জাহান নিপু নামাজ পড়ার কারনে কক্ষের দরজা বন্ধ করেছিল। এ জন্য পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে বিহস্কার করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা বলেন, পরীক্ষা চলাকালে একটি কক্ষ তালাবদ্ধ করে তার মধ্যে এক ছাত্রীকে উত্তরপত্র লেখার সুযোগ করে দেওয়ার ঘটনা হাতেনাতে ধরা পড়ায় কেন্দ্র সচিব ও ল্যাব এসিস্ট্যান্টকে পরীক্ষার দায়ত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here