সংসদে হোমিওপ্যাথি চিকিৎসা বিল পাস, কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অভিনন্দন

0
2

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:
বাংলাদেশ জাতীয় সংসদের ২৫ তম ও শেষ অধিবেশনে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিল-২০২৩ পাস হয়েছে।

বৃহস্পতিবার (০২ রা নভেম্বর) মহান জাতীয় সংসদের ২৫ তম অধিবেশনের সর্বশেষ দিনের প্রথমার্ধে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক অনুপস্থিত থাকায় বিলটি পাশের জন্য গ্রহন ও পাশের অনুরোধ জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অতঃপর বিল’র পক্ষে কয়েকজন সংসদ সদস্য আলোচনা করেন। এরপর উপস্থিত সকল সংসদ সদস্যদের সর্ব সম্মতিক্রমে তা পাস হয়।
এর আগে প্রাথমিক অনুমোদন ও চূড়ান্ত অনুমোদনের পর গত ২৩ অক্টোবর বিল’টি জাতীয় সংসদে উত্থাপিত ও সংসদীয় কমিটিতে প্রেরণ করেন। অতঃপর গত ২৬ অক্টোবর বিলটি যাচাই বাছাই করে রিপোর্ট প্রদান করে। যার পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর সংসদে বিলটি গৃহীত হয় এবং ০২ রা নভেম্বর মহান সংসদে বিলটি পাশ হয়।
এই আইনের মাধ্যমে দেশের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় নতুন সূর্য উদিত হলো।

এদিকে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা বিল -২০২৩ মহান সংসদে পাস হওয়ায় সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিক- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি ,বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারী ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট সকলকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here