শহিদুল ইসলাম,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মতান্ত্রিকভাবে করা টিসিবির কার্ড বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ৭নং কায়বা ও ৯ নং উলাশী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ।
সোমবার (২৩ ডিসেম্বর)বেলা ১২ টার দিকে উপজেলার কায়বা ও উলাশী ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক ভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসুচী পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবর স্মারক লিপি প্রদান করেন এলাকাবাসি।
স্মারক লিপিতে এলাকাবাসি উল্লেখ করেন,দুস্থ মানুষের সাহায্যের্থে বিগত স্বৈরাচারী সরকারের আমলে অনিয়মতান্ত্রিকভাবে টিসিবির কার্ড প্রদান করা হয়েছিলো।উক্ত কার্ডে মালামাল বিতরনে বর্তমানে নানা জটিলতা পরিলক্ষিত হচ্ছে।এমনতবস্থায় উক্ত জটিলতা নিরসনের জন্য নিরপেক্ষ ও সুষ্ঠ জরিপের মাধ্যমে টিসিবি কার্ড পুনুরুদ্ধার করা হোক।
সোমবার কায়বা ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসুচী পালন করেছে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন।পরে উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান রবিউল হোসেনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় বিএনপি নেতা মশিয়ার রহমান,ওলিয়ার রহমান,আমিরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম,আব্দুর রাজ্জাক,আব্দুল গফ্ফার, জামায়াত নেতা সাবেক মেম্বার মাও. কাছেদ আলী. মাও. আব্দুল করিম. আব্দুল মাজেদ সহ ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
অপারদিকে একই দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসুচী পালন করে উলাশী ইউনিয়নের সাধারন জনতা।পরে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাবেক মেম্বার কদর আলি, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মিন্টু, সাখায়াত হোসেন, হযরত আলি, মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা লিটনসহ উলাশী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।