বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

0
0

নাজিম উদ্দীন জনিঃ যশোরের শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক  বিদ্যালয়ের ২০২৪ এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর)সকাল ১০ টার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহম্মেদের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলওয়াত,গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী প্রকৌশলী অনিক বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাময়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও,আজিজুর রহমান,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।

উক্ত অনুষ্টানে পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা।

এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,আব্দুর রশিদ রশিদ,মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here