নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শার পল্লীতে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল সহ ইয়াকুব হোসেন(৩৫) ও সুজন মোড়ল(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার(৬ জানুয়ারি)রাত ১১ টার সময় উপজেলার রাড়িপুকুর ময়নার বটতলা থেকে তাদেরকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ।
আটক ইয়াকুব হোসেন শার্শার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে ও সুজন একই গ্রামের রহমতুল্লাহর ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই আব্দুস সবুর ও এএসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে উপজেলার কায়বা বাগআঁচড়া সড়কের রাড়িপুকুর ময়নার বটতলায় অভিযান চালিয়ে ইয়াকুব ও সুজনকে আটক করে।পরে তাদের হেফাজতে থাকা বাজার করা দুটি প্যাকেট থেকে(১৫+১০)= ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।যার সিজার মুল্য ৭৫ হাজার টাকা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান,আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।