নীলফামারীতে এসডিজি অর্জনে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন

0
0

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি এসডিজি অর্জনে নীলফামারীতে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন করা হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন (ডিবিএলএম) মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ওই নেটওয়ার্ক গঠন করা হয়। ২১ সদস্যের কমিটিতে নাসিমা বেগম সভাপতি এবং মিজানুর রহমান লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে, সংস্থার নির্বাহী পরিচালক শামিম-আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মশিউর রহমান ডিগ্রি কলেজেরে সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক, সচেতন নাগরিক কমিটির সভাপতি এসএম সফিকুল আলম, সহ-সভাপতি নাসিমা বেগম, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সভাপতি মিজানুর রহমান, পল্লীশ্রীর প্রকল্প ব্যবস্থাপক সেলিম রেজা, প্রকল্প সমন্বয়কারী শামিমা পপি,প্রকল্পটির ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন প্রমুখ।
বক্তারা এসডিজি অর্জনে নারীর ক্ষতায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি, সমতাভিত্তিক গুণগত শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকালোর প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here