সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পল্লশ্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৫ নভেম্বর)দুপুরে পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)ইবনুল আবেদীন।খগাখড়িবাড়ী ইউনিয়নের সভা প্রধান ছকিনা বেগমের সভাপতিত্বে ও রিপ প্রকল্পের উপজেলা ইউনিট ম্যানেজার বেগম নুর নাহারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,নারী ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা,কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসবাহুর রহমান মানিক,খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,ডোমার-ডিমলা রিপ প্রকল্পের ভারপ্রাপ্ত ম্যানেজার শামসুল হক,গয়াবাড়ি ইউনিয়নের নারী দলের সভা প্রধান গিতা রানী রায়,বালাপাড়া ইউনিয়নের দলীয় উপদেষ্টা কল্যানী রানী রায়,স্বেচ্ছাসেবী মনিরা আক্তার মনি প্রমূখ।সভায় তিন বছরে রিপ প্রকল্পের যেসব কার্যক্রম উপজেলা ও মাঠ পর্যায়ে(কর্মরত এলাকায়)বাস্তবায়ন করা হয়েছে তার সারমর্ম তুলে ধরেন রিপ প্রকল্পের ডিমলা ইউনিট ম্যানেজার বেগম নুর নাহার।
এছাড়াও সভায় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি,সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি,জনপ্রতিনিধি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অপরদিকে একইদিনের সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা স্মৃতি অম্লান চত্বরে পল্লীশ্রীর আয়োজনে মানববন্ধন করা হয়।মানববন্ধনে পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,ডিমলা থানার এসআই আক্তারুজ্জামান আক্তার সহ অন্যান্যরা বক্তব্য দেন।