সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।চতুর্থ ধাপে নীলফামারীর ডিমলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সোমবার(৬ ডিসেম্বর)বিকেল পাঁচটা পর্যন্ত ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।তাদের মধ্যে চেয়ারম্যান পদে(স্বতন্ত্র)৬ জন,সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১ জন ও সাধারণ সদস্য পদের ৭ জন প্রার্থী রয়েছেন।প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন-ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোবাশ্বর,বালাপাড়া ইউনিয়নের জাহানারা বেগম,নাউতারা ইউনিয়নের ওয়াহেদুজ্জামান,প্রতিকুল চন্দ্র রায়,খালিশা চাপানী ইউনিয়নের রফিকুল ইসলাম,ঝুনাগাছ চাপানী ইউনিয়নের আব্দুল আজিজ,খালিশা চাপানী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আজেদা বেগম,একই ইউনিয়নের সাধারণ সদস্য পদপ্রার্থী ২ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান,৩ নম্বর ওয়ার্ডের সোনা মিয়া,ডিমলা সদরের ৪ নম্বর ওয়ার্ডের সাইদুল ইসলাম,৭ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলাম,বালাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের মজিনুর রহমান,নাউতারার ৪ নম্বর ওয়ার্ডের মোসলেম,পশ্চিম ছাতনাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবু সায়েদ।
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান পদে ৭ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪১ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ২৬৮ জন।
তফসিল অনুযায়ী গত সোমবার(২৯ নভেম্বর) যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে ঋন খেলাপির দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী পুর্ব ছাতনাই ইউনিয়নের ১ জন,নাউতারা ইউনিয়নের ১ জন ও ডিমলা সদরের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হলেও আপিলের মাধ্যমে গত রোববার(৫ ডিসেম্বর)পুর্ব ছাতনাই ইউনিয়নের সেই প্রার্থী বৈধতা পান।এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুর্ব ছাতনাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।৭ ইউনিয়নের অবশিষ্ট ৩৪ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৭,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, ও স্বতন্ত্র ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৯৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৭ ডিসেম্বর)প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ও নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।