সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ-সমাবেশ

0
0

সুজন মহিনুল, বিশেষ প্রতিনিধি।।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা-লুটপাটের প্রতিবাদ সহ জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি দাবি করে নীলফামারীতে পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশে ও মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ,ওয়াকার্স পার্টি ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।বুধবার(২৪ মার্চ)দুপুরে জেলাস্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।সমাবেশ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তির পরিচালনায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু সহ অনেকেই বক্তব্য দেন।এতে ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এএইচএম ফিরোজ সরকারের নেতৃত্বে ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।একই দাবিতে দুপুরে জেলা ওয়াকার্স পার্টি শহরের বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল করে চৌরঙ্গি মোড়ে মানববন্ধন-সমাবেশে মিলিত হয়।ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবিদ হোসেন। এতে সদর উপজেলা সভাপতি ভক্তি রঞ্জন, যুবনেতা বিপ্লব অধিকারী, গণসঙ্গিত শিল্পি স্বপন রায় বক্তব্য দেন।

বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে চৌরঙ্গীমোড়ে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবু খোকা রাম রায়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সারোয়ান হোসেন মানিক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা মহিলা যুবলীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, সহ সাধারন সম্পাদক রতনা সিনহা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধির কুমার রায় বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here