নওয়াপাড়া নৌবন্দরে নৌ-যান শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা জাহাজ ভাংচুর; শ্রমিকদের প্রতিবাদ সভা

0
0

স্টাফ রিপোর্টা: নওয়াপাড়া নৌ-বন্দরের ফেরিঘাট এলাকায় দুই টি জাহাজের শ্রমিকের উপর বুধবার সকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় একজন জাহাজী মাষ্টার আহত হয়েছেন এবং এমভি মিমরা নামে একটি জাহাজ ভাংচুর করেছে।
এ ঘটনায় থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের হয়েছে। জাহাজী শ্রমিক ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ১১ দফা দাবিতে আগামী ২৯ নভেম্বর থেকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকে অনিদৃষ্ট কালের জন্য ধর্মঘটের আহবান করা হয়েছে। এর পর বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন-নৌ-শ্রমিক অধিকার ঐক্য পরিষদ নামে অপর একটি সংগঠন ১৫ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয়। এমভি মিমরা জাহাজের সুকানী জানান, বুধবার সকালে আমারা জাহাজ থেকে কয়লা আনলোডের কাজ চলছিলো। এমন সময় ১০/১২ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আমার জাহাজে হামলা চালায়। তারা আনলোডের কাজ বন্ধ রাখতে বলে। আমি প্রতিবাদ করলে আমাকে লাঠি দিয়ে মারধর করে ও জাহাজের জানালার গøাস,ও মূল্যবান যন্ত্রাংশ ভাংচুর করে অনুমান ২ লাখ টাকার ক্ষতি করে চলে যায়। এর পর সন্ত্রাসীরা এমভি এ্যাপেল জাহাজে কর্মরত মাষ্টার পারভেজ কে বেদম প্রহার করে। এ সময় তাকে ঠেকাতে যেয়ে আরো কয়েকজন শ্রমিক আহত হয়। এ ঘটনায় থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের হয়েছে। আহত পারভেজ হোসেন মাষ্টার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here