ডা. শাহরিয়ার আহমেদ: ইংরেজী নববর্ষ উপলক্ষে অভয়নগর উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিন বঙ্গের প্রখ্যাত শ্রমিক নেতা ও নওয়াপাড়া পৌরসভার বার বার নির্বাচিত কাউন্সিলর এবং নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শ্রী রবিন অধিকারী ব্যাচা।
নতুন বছরে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ২০২১ সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে সবার জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে।
তিনি বলেন, আমরা চাই নতুন বছর সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই আমরা নতুন বছররের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো।অর্থ আধিপত্য কিংবা পেশি শক্তি দিয়ে নয়, ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই।