উত্তরাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ ,শীতে কাঁপছে নওগাঁ, কাজে ফিরতে পারছে না সাধারণ মানুষ

0
0

নওগাঁ প্রতিনিধি   –

উত্তরাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। তার জেরে কনকনে শীতে কাঁপছে সমগ্র উত্তরাঞ্চল। তারই ধারাবাহিকতায় নওগাঁও কাঁপছে। কুয়াশা তেমন না থাকলেও কনকনে শীতের তীব্রতায় একেবারেই নাজেহাল অবস্থায় পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র শীত আর হিমেল হাওয়ায় নাকাল মানুষ।

নওগাঁর বদলগাছী আবহাওয়া উপকেন্দ্র সূত্রে জানা গেছে, নওগাঁয় কুয়াশা না থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। শুক্রবার নওগাঁয় সকাল থেকে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তবে এই তাপমাত্রা কখনো কমতে পারে আবার কখনো বাড়তেও পারে।

গত তিনদিন ধরে নওগাঁবাসী মাঝেমধ্যে সূর্যের মুখ দেখেছে। দুপুরের দিকে নিরুত্তাপ সূর্যকে একটু সময়ের জন্য পাওয়া গেলেও তা বিকেলের দিকে বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে কনকনে শীতের সাথে বইছে হিমেল হাওয়া। কনকনে শীতের কারণে কাজে ফিরতে পারছে না সাধারণ মানুষ।

সাধারণ ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, কুয়াশা নেই কিন্তু কনকনে শীতের তীব্রতায় তো জীবন আর থাকে না। বাহিরে বের হওয়া যাচ্ছে না। হিমেল হাওয়ার কারণে দোকানপাট খুলে থেকে বসে থাকার মতো কোনো উপায় নেই। জানি না এই অবস্থা আর কয়েকদিন থাকবে। এই অবস্থা বেশি দিন থাকলে চরম বিপদে পড়বে খেটে খাওয়া, দিনমজুর শ্রেণির মানুষ আর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক আর ছোটরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here