নড়াইলে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  : ১৫ জুলাই, ২০১৯ –

নড়াইল সদরের চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালিয়ে ৮টি বোমা, বোমা তৈরির ডিভাইস, গানপাউডার, ২০টি মোবাইল, ৫০টি বিভিন্ন কম্পানির সিম, ২০টি মোবাইল ফোন, ভারতীয় আইডি পেপারসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৬।

সোমবার ১৫ জুলাই সকালে র‌্যাবের অভিযানে বাড়ির মালিক বিশ্বজিত সাহা (৫০), সহযোগী কালু সরকার (৫৫) ও সাগর বিশ্বাসকে আটক ও এ সব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনার সময় তিনজনকে আটক করা হলেও মূল হোতা বিশ্বজিৎ সাহার ভাগ্নে রবি বিশ্বাস (২৮) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৬ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানি জানতে পারে- চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিতের বাড়িতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের বোমা তৈরি হয় ও দেশের বিভিন্ন এলাকাসহ ভারতে টাকার বিনিমিয়ে তা বিক্রি হয়। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র‌্যাব ৬, সিপিএসসি’র কম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকারের নেতৃত্বে ভোর ৫টা থেকে অভিযান পরিচালনা করে বিশ্বজিতের বসতবাড়ি তল্লাশি করে আটটি বোমা, বোমা তৈরির ডিভাইস, গানপাউডার, ২০টি মোবাইল, ৫০টি বিভিন্ন কম্পানির সিম এবং কলকাতা শিয়ালদহ এর একটি নেমকার্ড উদ্ধার করে। এ সময় র‌্যাবের বম্ব ডিসপোজাল স্কোয়াড বোমাগুলো নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে মেজর শামীম কালের কণ্ঠকে বলেন, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি বোমা তৈরির সরঞ্জাম কিনে বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করত। সোমবার সকালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় রবি বিশ্বাস নামে এক সন্ত্রাসী পালিয়ে যায়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here