আগামীকাল শুক্রবার ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দেবার সিদ্ধান্ত চুড়ান্ত হবে।

0
15

সমাজের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেবার বিষয়ে চিকিৎসকরা আগামীকাল শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল শুক্রবার অথবা শনিবার হাসপাতাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ছাড়পত্র দেওয়া হতে পারে।

আবু নাসের বলেন, ‘সেতুমন্ত্রীর চিকিৎসাবিষয়ক সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট ডা. আবু নাসার রিজভী মাউন্ট এলিজাবেথের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন।’

ডা. নাসার জানিয়েছেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর ফলোআপ চিকিৎসার জন্য আপাতত কিছু দিন সিঙ্গাপুরেই থাকবেন তিনি।’

৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন।

গত ৩ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে তিনি বিএসএমএমইউতে ভর্তি হন। সেখানে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরদিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

এর ধারাবাহিকতায় গত ২০ মার্চ সেখানে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here