পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত ৭১ হিন্দু পূন্যার্থীর পরিবারকে জামায়াত ইসলামীর ২১ লক্ষ টাকা অনুদান

0
0

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে মহালয়াযাত্রায় ৭১ হিন্দু পূণ্যার্থীর নৌকাডুবিতে মৃত্যু, পরিবার প্রতি ৩০ হাজার টাকা করে অনুদান দিলো বাংলাদেশ জামায়াত ইসলামী।

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ২১ লাখ ৩০ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার নিহতদের বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের হাতে এই অর্থসহায়তা তুলে দেন দলটির আমির ডা. মুহম্মদ শফিকুর রহমান। একই সঙ্গে শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানান তিনি।
এসময় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার এবং সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডা. মুহম্মদ শফিকুর রহমান বলেন, “নৌকাডুবির ঘটনাটি একটি বড় মানবিক বিপর্যয়। নৌকা ডুবে এতসংখ্যক মানুষের মৃত্যু দেশের ইতিহাসে বিরল। আমরা নৌকাডুবির পর থেকেই পুরো বিষয়টি আমাদের নজরে রেখেছিলাম। নিহতরা সবাই হিন্দু ধর্মের হলেও আমরা বিষয়টি সেভাবে দেখছি না। আমরা দেখছি মানুষ। আর মানুষ বিপদে পড়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। এই সহযোগিতা আমাদের অনুগ্রহ নয়; বরং দায়িত্ব ছিল। আমরা দায়িত্ব পালনের চেষ্টা করেছি মাত্র। আমরা আশা করব সকলেই এই দায়িত্ব পালনে এগিয়ে আসবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী এর এই উদ্যোগকে সকল মহল সাধুবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here