সমাজের কন্ঠ স্পোর্টস ডেস্ক – আর মাত্র ১০ টি গোল করলেই পেলের করা ৬৪৩ গোলের রেকর্ডটি ভেঙ্গে ফেলবেন লিওনেল মেসি। ইউরোপীয় ক্লাবগুলির আধুনিক ফুটবলের তুলনায় ব্রাজিলের ঘরোয়া লীগের শান্তোসে খেলাটা কিছুটা সহজ ছিলো এটা সকল ফুটবল বোদ্ধাগন একমত পোষন করেন। আর সেই শান্তোসে খেলে পেলে ৬৪৩ গোলের রেকর্ড গড়ে নিজেকে নিয়ে যান সর্বকালের সেরা ফুটবলারের তালিকায়, পেলে করা ওই রেকর্ড পরিমান গোল আজ পর্যন্ত বিশ্বের কোনো ফুটবলারই ভাঙ্গতে পারেননি।
তবে এবার সম্ভবত এবার আর পেলের সেই রেকর্ডটি আর অক্ষুন্ন থাকছেনা। কারন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পেলের ওই রেকর্ডটি ভেঙ্গে দেওয়ার কাছাকাছি অবস্থান করছেন, বর্তমানে বার্সেলোনার হয়ে মেসির গোল সংখ্যা হলো ৬৩৪টি। আশা করা যায় একটা ইঞ্জুরিমুক্ত সিজন পেলে মেসিই হবে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা।