স্মৃতি আকতারঃ
সেদিন’ মধ্যরাতে আকাশ খুব ভার- বড়ো অভিমানী, আকাশের গায়ে এক বিন্দু মেঘ ও ছিলনা’শব্দদের নিঃচুপ স্পর্শে- নদী ফিরে পেয়েছিলো অভ্র, আকাশ পেলো মেঘ আর বাকিটা ইতিহাস। এখন শুধু একটি মধ্যরাতের স্পর্শ খরিদ করতে চাই, জিজ্ঞেস করতে চাই -আমার কোন’কথা গুলো মাঝরাতে- তোমার হৃদয়ে এখনো কেমন আছে!!
আজও মায়ার জালে আটক এজীবন,তাই খুব নীশীতে চোখের জলে অবস দেহকে খুন করে বার বার। কেউ জানেনা ভালোবাসা উন্মাদনার অন্তরালে লুকিয়ে আছে চরম ব্যস্তবতা। এক টুকরো পলানো মধ্যরাত’ ক্লান্ত শরীরে ছূঁয়ে গড়িয়ে নেমে যাক- আমি ভীনদেশী বৃষ্টিতে ঘুমিয়ে যাব ডাহুকের মতো ঝিমাতে ঝিমাতে!!
যখন এজীবন অনন্তপুরের ট্রেনে চড়বে, পেছনে তাকিয়ে দেখো অগ্নিকুন্ড তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে তুমিও জ্বলবে অনাদিকাল।এজীবন কষ্টের নীল আগুনে ঝলসে দিয়েছে হিজল তলার ইতিহাস, নিরব চোখের পাঁপড়ি গুলো বড়ো ক্লান্ত,স্মৃতির লাস হয়ে কবিতার শরীরে কিছু আঁচড় কেটে যায়।এখন ভারাক্রান্ত শরীরটা ঘুমিয়ে যেতে চায় চির শয্যায়!!