অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

0
0
মনিরুজ্জামান মিল্টনঃ যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। ব্যপক সাজ সাজ রবে গতকাল  ৪ ঠা জুন শনিবার বিকাল ৩ টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওয়াপাড়া পৌরসভার মেয়র জনাব সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য রনজিত কুমার রায় এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি  নির্মল কুমার চ্যাটার্জি।
এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম,ডিজাইন অার্কাইভ ও পাঠাগার সম্পাদক অধ্যক্ষ এম এ হান্নান,যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, সহসভাপতি মোঃ মিকাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তৌহিদুর রহমান প্রমুখ। ব্যপক উৎসাহ উদ্দিপনায় অনুষ্ঠিত এ সন্মেলনে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, সাবেক সহসভাপতি ইব্রাহিম বিশ্বাস,আব্দুল গনি মোড়ল, পৌর আওয়ামীলীগের সভাপতি সরদার রফিকুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনের উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান মিঠু।
সম্মেলনের ২য় পর্বে উপজেলা সভাপতি প্রার্থী হন আসলাম হোসেন বিশ্বাস ও ফারাজী নাসির উদ্দীন। আলোচনা-সমঝোতার মাধ্যমে ২ জন প্রার্থীর মধ্যে সভাপতি হিসাবে সাবেক সিনিয়র সহসভাপতি আসলাম হোসেন বিশ্বাসকে সভাপতি এবং মোরশেদ আলম,শফি কামাল,মিজানুর রহমান মোল্যা,মনিরুল ইসলাম সুজন পাটোয়ারী,রওশন কবীর টুটুল, সাইদ আলম বাচ্চু ৬ জন সাধারণ সম্পাদক প্রার্থী হন। এর মধ্যে সাবেক যুগ্ম সম্পাদক সফি কামাল কে সাধারণ সম্পাদক করে অভয়নগর উপজেলা কমিটি এবং কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় নওয়াপাড়া পৌর কমিটির আহবায়ক মেহেদী ইসলাম রাজনকে সভাপতি ও খন্দকার আল ইমরান, মামুন অর রশীদ, শাহিনুর রহমান প্রান্ত ৩ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার আল ইমরানকে সাধারণ সম্পাদক করে নওয়াপাড়া পৌর কমিটির ঘোষনা দেয়া হয়।পরবর্তী এক মাসের মধ্যে উভয় কমিটির পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়। নেতা কর্মী দের উপস্থিতিতে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে সন্মেলন শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here