ড, শাহরিয়ার আহমেদ – আজ ২৩শে আগস্ট অভয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লবী জহুরুল ইসলাম জহির ওরফে জহুর ভাইজান এর ১৫ তম মৃত্যবার্ষিকী। যিনি অভয়নগরের সর্বসাধারণের কাছে জনপ্রিয় ছিলেন “জহুর ভাইজান” নামে।
নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভাইজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।।। ছাত্র রাজনীতি শেষে জহুরুল ইসলাম জহির অভয়নগর উপজেলার মূল রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে স্থানীয় রাজনীতিতে নেতৃত্ব দেন এবং অল্প সময়ের মধ্যে তিনি তার আদর্শ,মেধা ও ব্যক্তিত্ব দিয়ে সর্বসাধারণের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তিনি ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অভয়নগর উপজেলা আ‘লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি নিজের সাংগঠনিক দক্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
গত ২০০৭ সালের ২৩শে আগস্ট তিনি মৃত্যবরণ করেন।