কর্মক্ষেত্রে চিকিৎসকসহ যেসব স্বাস্থ্যকর্মী ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন, অসুস্থ হচ্ছেন বা মারা যাচ্ছেন—তাদের প্রত্যেকের জন্য প্রণোদনা বা ভাতার ব্যবস্থা করা উচিত বলে মনে করেন দেশ বিখ্যাত প্রফেসর ও প্রধান মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এবিএম আব্দুল্লাহ’
অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেন, ‘এ ক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব হলো, সরকারি বেসরকারি চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর সুরক্ষা ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা, এটি যেন প্রশ্নাতীত থাকে; এটা সবচেয়ে জরুরি। কারণ অস্ত্র ছাড়া তো তারা যুদ্ধ করতে পারবে না, তাদের অস্ত্র হলো সুরক্ষা ও নিরাপত্তা।’
দেশে অধিক হারে চিকিৎসকদের আক্রান্ত ও মৃত্যুর কারণ উল্লেখ করে প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ‘ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে ডাক্তারদেরকে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সরাসরি রোগীর কাছে আসতে হয়, কথা বলতে হয়, গায়ে হাত দিতে হয়। এক কথায় রোগীদের খুব বেশি সংস্পর্শে তাদের যেতে হয়। আর করোনা রোগটা ছোঁয়াচে। কথা-বার্তার সময় হয় তো কেউ তার সামনে হাঁচি-কাশি দিলো, এতে ডাক্তার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে যেসব চিকিৎসক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাজ করেন, তার ঝুঁকি তো আরও বেশি। এছাড়া শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) অপ্রতুলতা নিয়ে কথা উঠেছে। পরে পিপিই যখন দেওয়া হলো, তখন এর গুণগত মান নিয়েও প্রশ্ন ছিল। মাস্ক নিয়ে কথা উঠলো, গায়ে লেখা এন-৯৫, অথচ ভেতরে সাধারণ মাস্ক। সুতরাং তাদের সুরক্ষা নিরাপত্তাও অতটা সুনিশ্চিত করা হয়নি।’