সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ১৫, নিহত ২

0
0

তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম রামপদ মন্ডল (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে। তবে, নিহত অপর যুবকের পরিচয় এখনো জানা যায়নি। সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে শাকদহা ব্রীজের কাছে অপর একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটিয়ে আগে উঠার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশে খালের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এঘটনায় আহত হয় আরো ১৫ জন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here