অভয়নগরের চলিশিয়ার ব্যস্ততম সড়কের বেহাল দশা

0
5

নাজমুল হোসেনঃ যশোর জেলার অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়ন অভয়নগর তথা যশোর জেলার মৎসচাষ ও আমিষ উৎপাদনের জন্য বিশেষ ভাবে পরিচিত। চলিশিয়া বিল সম্বলিত মৎসচাষ, বাগদাহ বিল সম্বলিত মৎস চাষের মাধ্যমে প্রতিবছর হাজার হাজার মেট্রিকটন মাছ উৎপাদন করে থাকে।যা জেলার চাহিদা মিটিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বড় বড় এই সকল মৎস্য প্রকল্পে খাবার অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক হল এই তালতলা ডুমুরতলা রাস্তা ভায়া নওয়াপাড়া রাস্তা। গত ৫ বছর রাস্তাটি সংস্কারের নামে বিভিন্ন জটিলতায় ৫টি গ্রাম ও দুইটি উপজেলার সংযোগ সড়কটি আজ মানুষের জীবনযাত্রার এক প্রতিকুলতার নাম, দুর্ঘটনা নৈমিত্তিক ঘটনা। অভয়নগর উপজেলা প্রশাসন, ও এলজিইডি যশোর জেলা অফিসের দায়িত্বে অবহেলার এক নজিরবিহীন ঘটনা। কয়েক দফা এলজিইডি অফিসে যোগাযোগ করলে ও দায়সারা টিকাদার উপর অভিযোগ আনেন।আগামী জুনের মধ্যে কাজটি শেষ হবে বলে ও জানান।এই ধরনের আশারবানি শুনতেই অভ্যস্ত হয়েছে এলাকার মানুষ। আগামী বর্ষা মৌসুমের আগে কাজটি শেষ না হলে চরম দুর্ভোগে পড়বে কয়েক হাজার মানুষ এবং হুমকির মুখে পড়বে মৎস্যচাষ।

তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অভয়নগর উপজেলার এলজিইডি অফিস, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সহ সকলের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার সাধারণ মানুষ এবং উপজেলা চেয়ারম্যানের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here