রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এর পরিচিতি

0
1
মোঃ শাকিল আহম্মেদ প্রতিনিধি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে
সরকারি মুড়াপাড়া কলেজটি ১৯৬৬ সালে এক শুভ লগ্নে নারায়ণগঞ্জ জেলা ধিন রুপগঞ্জ উপজেলা সদরে শীতলক্ষা নদীর পূর্বতীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে বিশাল ক্যাম্পাসে অত্র এলাকার সুধিজনদের অক্লান্ত পরিশ্রমে কলেজটি প্রতিষ্ঠত করা হয়।

প্রতিষ্ঠা লগ্নে কলেজটি উচ্চমাধ্যমিক
পর্যায়ে ছিল কালক্রমে ১৯৬৬ সালে ডিগ্রি, বি.এ/ বি. এস. এস ও বি এস -সি কোর্স পবর্তিত হয়।
গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এম.পি মহোদয়ের একান্ত স্বদিচ্ছায় ও এলাকার জনগোষ্ঠিকে উচ্চ শিক্ষায় শিক্ষত করার লক্ষ্যে ২০১৯ সালে কলেজটিতে অনার্স কোর্স প্রর্বতন করেন। বর্তমানে অত্র সরকারি মুড়াপাড়া কলেজে রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও মার্কেটিং বিষয়ে অনার্স কোর্স পরর্তিত রয়েছে। তৎকালীন সময়ে নারায়ণগঞ্জ জেলার একমাত্র বেসরকারি কলেজ হিসাবে বর্তমান সরকারি মুড়াপাড়া কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে মাস্টার্স কোর্স পবর্তিত হয়। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাছিনার প্রতিশ্রুতির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ ০১ মাননীয় এম.পি. বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর,প্রতীক এম.পি.মহোদয়ের একান্ত প্রচেষ্টায় রুপগঞ্জ উপজেলার দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে মান সম্মত শিক্ষা গ্রহন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিগত 0৮/0৮/২০১৮ইং তারিখে কলেজটি সরকারি করণ করা হয়। কলেজটিতে প্রায় ৪৫০০ জন
ছাত্র ছাত্রী অধ্যয়নরত।
বতর্মানে অধ্যক্ষ (ভারপাপ্ত) জনাব সুকুমার দাস ও ৫৮ জন সুযোগ্য শিক্ষক – শিক্ষিকা ও ১৭ জন কর্মচারী নিরন্তর সেবার মাধ্যমে কলেজটির সার্বিক উন্নতি সাধনে প্রচেষ্টারত। নানাবিধ সাফল্যের কারণে কলেজটি ২০১৮ ও ২০১৯( সালে রুপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মান লাভ করে)।

সরকারি মুড়াপাড়া কলেজে প্রতিটি ছাত্র ছাত্রীর প্রতি সু বিষেশ যত্ন নেয়া হয়। নিয়মিত ক্লাস পরিক্ষা ও মাসিক পরিক্ষা নেয়া হয়।
ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে খেলা ধূলার ব্যবস্থা রয়েছে কলেজটিতে এবং কলেজ টিতে রয়েছে একটি মানসম্মত লাইব্রেরি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here