জসীম উদ্দীন,মাগুরা থেকেঃ গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহি কমর্কর্তার কার্য্যলয় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব এ্যড. শ্যামল কুমার দে,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ৫০শয্যা হাসপাতালের টি এইচ এ ডাঃ সাইমুন নেছা, থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যড. সজীব আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব হরে কৃষ্ণ অধিকারী। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব হরে কৃষ্ণ অধিকারী বলেন মাদকের ছোবল থেকে যুব সমাজকে ঠেকাতে না পারলে এ সমাজ এক সময় ধ্বংস হয়ে যাবে। তাই আসুন আমারা সবাই মিলে মাদককে না’ বলি। তিনি আরও বলেন দেশের প্রচালিত আইন অনুযায়ী জনসম্মুখে কেউ মাদক সেবন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া মাদক বিরোধী জনসচেতনতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।