শার্শা(বেনাপোল) প্রতিনিধি – যশোরের শার্শার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম মনি (৪৮) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত মনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জেলেপাড়া এলাকার গুলজার হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার(২৮জুন) ভোরে রাখালরা ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি করেন। এসময় গুলিতে মনি আহত হলে সাথে থাকা অন্য রাখালেরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অবৈধভাবে গরু পাচারকারীরা ভারতে গিয়ে গরু আনার সময় ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দাঁড়াতে বলে। তাদের কথা কর্ণপাত না করে বাংলাদেশ অভ্যন্তরে ডোকার চেষ্টাকালে বিএসএফ সদস্যরা গুলি করলে মনিরুল ইসলামের পিঠে লাগে।
আহত অবস্থায় সহপাঠীরা উদ্ধার করে বাংলাদেশে এনে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।