যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের শার্শা উপজেলা ইউনিটের কমিটি গঠন

0
2

নাজিম উদ্দীন জনি ,শার্শা(যশোর)প্রতিনিধি – যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের শার্শা উপজেলা ইউনিট গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার নাভারনে অস্থায়ী কার্যালয়ে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু।

সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবীর নান্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সহ-সভাপতি তহিদ মনি, সাধরন সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যুগ্ম-সাধরন সম্পাদক বিএম ফারুক, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহীন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্য্যনির্বাহী সদস্য তরিকুল ইসলাম, চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ঝিকরগাছা ইউনিটের কার্য্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে ওসমান গনিকে শার্শা উপজেলা ইউনিট প্রধান ও আসাদুর রহমানকে ডেপুটি ইউনিট প্রধান করে ২৩ সদস্য বিশিষ্ট একটি উপজেলা ইউনিট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে,কার্য নির্বাহী সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, আসাদুজ্জামান নয়ন, জসিম উদ্দিন,মিলন কবীর, সাধারন সদস্য মনিরুল ইসলাম মনি, আহম্মাদ আলী খোকন, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন,সেলিম আহমেদ, এবিএস রনি, জুলফিকার আলী জুলু খোরশেদ আলম, মাহবুব আলম শাহিন, ইকরামুল ইসলাম, সাইফুজ্জামান মন্টু, রফিকুল ইসলাম, সেলিম হোসেন আশা, এএইচএম রায়হান, নাজিম উদ্দিন জনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here