নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৬ টি তাজা হাতবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে শার্শা থানাধীন গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রাম থেকে হাতবোমাগুলো উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যানতে পারি, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার থেকে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে মেহেদি হাসান নামে এক ব্যক্তির রান্নাঘরে বেশ কয়েকটি হাতবোমা সংরক্ষিত আছে। এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেখান থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
অভিযুক্ত মেহেদি হাসান যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের খোরশেদ আলমের ছেলে।
খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হাতবোমা গুলো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।