শার্শায়  গণধর্ষণ মামলায় গ্রেফতাকৃত ৩ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

0
2

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশ ও তার সোর্স কতৃক রাতের আধারে আসামির স্ত্রীকে তার নিজ ঘরে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হুসাইন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির আজ প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তাঁরা তা জমা দিতে পারেনি।এ জন্য তাঁরা নতুন করে সময় বৃদ্ধির আবেদন করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (পিবিআই) ইন্সপেক্টর শেখ মোনায়েম হোসেন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামিদের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আজই তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে বলে জানান পিবিআই কর্মকর্তা।

এদিকে, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় গত ৩ সেপ্টেম্বর তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছিল। কিন্তু নির্ধারিত তিন দিন শেষে আজ তাঁদের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তাঁরা তা দেননি।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানান, ঘটনার গুরুত্ব অনুধাবন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপারের কাছে আরো সাত দিন সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শার্শা উপজেলার লহ্মণপুর এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গভীর রাতে যায় এসআই খায়রুল, সোর্স কামরুলসহ চারজন। তারা ওই গৃহবধূর কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে এসআই খায়রুল ও কামরুল তাকে ধর্ষণ করেন বলে ওই গৃহবধূ অভিযোগ করেন।

শার্শা থানায় গত ৩ সেপ্টেম্বর ভিকটিম ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১জনের নামে মামলা করেন।পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে মামলাটি বৃহস্পতিবার তদন্তের দায়িত্ব পেয়েছিল পিবিআই যশোর।

ঘটনাটি সারা দেশে তোলপাড়ের সৃষ্টি ও ভাইরাল হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here