সাতক্ষীরায় পিকাআপের ধাক্কায় ভ্যান চালক নিহত

0
0

জহর হাসান সাগর – সাতক্ষীরা :

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।এলাকা সূত্রে জানাযায় যে  মঙ্গলবার রাতে সদরের আলিপুর হাটখোলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।আজ (২০  নভেম্বর ) বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
নিহত ভ্যান চালক হলেন আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বেউলা শ্বেতপুর গ্রামের নুর হোসেন গাইনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভ্যান চালক বাশার শহরে একটি এলজি শোরুমে ফ্রিজ আনা নেওয়ার কাজ করতো। মঙ্গলবার রাতে সে একটি ফ্রিজ নিয়ে কুলিয়া এলাকার দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় সে ভ্যানসহ রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়। এ সময় ভ্যানটি তার গায়ের উপর চাপা পড়ায় সে আর ডোবা থেকে উঠতে পারেনি। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here