প্রবাসী শ্রমিকের কোটি টাকার ব্যবসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

0
4
প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত ২৮শে মার্চ  সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাত নদী, ভোরের পাতা সহ বিভিন্ন প্রিন্ট ও নিউজ পোর্টালে কালো টাকা সাদা করতে প্রবাসী শ্রমিকের কোটি টাকার ব্যবসা শিরোনামের প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া ও কাকতালীয় ।সংবাদে কয়েক কোটি টাকার ঘের ব্যবসার কথা কথা উল্লেখ করলেও বাস্তবে তা কয়েক লাখ টাকায় সীমাবদ্ধ। সেটা আবার এক বছর আগে বন্ধ হয়েছে । এ ছাড়া  কয়েক বিঘা জমির উপর লাচ্ছা  সেমাই  কারখানার কথা উল্লেখ করলেও বাস্তবে তা ১৫ শত জমির উপরে সীমাবদ্ধ। প্রাথমিকভাবে যা পরীক্ষামূলক সীমিত করে চালু করা হয়েছে। আমরা বি এস টি আই এর অনুমোদনের জন্য আবেদন করেছি।অচিরেই অনুমতি পেয়ে যাব। এখানে কোটি টাকার কোনো ব্যবসা নেই বা কালো টাকা সাদা করার বিষয় নয়। এ ছাড়া  তার বিরুদ্ধে স্বর্ণের বার ব্যবসা , হুন্ডি ব্যবসা ইত্যাদি ব্যাবসা উল্লেখ করিলেও প্রকৃতপক্ষে বাস্তবতার সঙ্গে কোন মিল নাই । তা ছাড়া উল্লেখ থাকে যে শপিং ভ্যালি ফুড প্রডাক্টস এর মালিক জেসমিন আক্তার লিপি যিনি এলাকার বেকার সমস্যা  দূরিকরণে যে মহৎ উদ্যোগ নিয়েছেন , সে উদ্যোগকে বাধাগ্রস্ত করতে একটি চক্র সদা সক্রিয় ।যারা কারখানা পরিদর্শনের নামে অবৈধ সুবিধা দাবি করলে না পেয়ে সাংবাদিকদের ভুল বুঝিয়ে উদ্দেশ্য প্রণদিতভাবে মিথ্যে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। তাই আমি প্রকাশিত হওয়া মিথ্যে ভিত্তিহীন সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 জহর হাসান  সাগর,  ম্যানেজার শপিং ভ্যালি ফুড প্রডাক্টস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here