সাতক্ষীরার উপকুলে ক্ষতিগ্রস্থদের মাঝে বিডিএইড’র বিশুদ্ধ পানি শুকনা খাবার সামগ্রী বিতরণ

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ৩শতাধিক পরিবারের মাঝে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্ট (বিডিএইড) সাতক্ষীরা শাখা বিশুদ্ধ খাওয়র পানি, চিড়া, স্যালাইন ও শুকনা খাবার সামগ্রী বিতরণ করেছে৷ মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলার বুড়িগোয়ালীনি কলবাড়ি এলাকতে প্রধান অতিথি বিডিএইড’র সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন৷
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানবতা জাগ্রত হউক বিবেকের তাড়নায়’ স্লোগানে কোভিড-১৯ ও ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি ,চিড়া, স্যালাইন, মুড়িসহ নানান ধরনের শুকনা খাবার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই আগে লাইনে দাঁড়ানো মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবী ও কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন বিডিএইডের জেলা সাধারণ সম্পাদক আহসান হাবিব লিমু, কাজী নাইমুল ইসলাম সৈকত, মাসুদ আহমেদ জনি, ইকরামুল হোসেন সোহাগ, হালিম হোসেন, মনির হামজা, সোহানুর রহমান, রিপন আহমেদ, শাওন, নূর আলম, ওহিদ হোসেন, মোস্তাকিম বিল্লাহ অনিক খান, জাফর উল্লাহ প্রমূখ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here