সমাজের কন্ঠ ডেস্ক – গতকাল ২১শে এপ্রিল রবিবার, সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি পুলিশী তদন্ত কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীদের চারজন নিহত হয়েছে বলে খবর দিয়েছে দুবাইভিত্তিক সৌদি মালিকানাধীন আলআরাবিয়া টেলিভিশন।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী রিয়াদের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার চেষ্টা নস্যাৎ করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। রিয়াদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে জুলফি এলাকায় ওই পুলিশ স্টেশন অবস্থিত।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের জুলফি এলাকায় অবস্থিত দেশটির তদন্ত বিভাগের মহাপরিচালকের দফতরের প্রধান ফটকে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে হামলাকারীরা। কিন্তু প্রবেশপথে তল্লাশির মুখে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে হামলাকারীরা নিহত হয়েছে।