শিক্ষার্থীসহ প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত একটি স্কুল বিক্রয়ের বিজ্ঞাপন ভাইরাল

0
4

সমাজের কন্ঠ ডেস্ক – নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রির বিজ্ঞাপন সাধারনত প্রায় জায়গায় দেখা যায়।কিন্তু শিক্ষার্থী সহ স্কুল বিক্রির বিজ্ঞাপন?? এবার এমনই একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে বাংলাদেশেই।আসলেই অবাক হয়ে যাওয়ার মতো একটি বিজ্ঞাপন এটি।উক্ত স্কুলটির বিজ্ঞাপনের বিষয় ছিলো অধ্যয়নরত শিক্ষার্থীসহ প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত একটি স্কুল বিক্রিয় করা হবে। এরই মধ্যে বিজ্ঞাপনটি ফেসবুকে ভাইরাল হয়েছে।শুক্রবার সকাল থেকেই এ বিজ্ঞাপনটি ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ঘুরছে। সেখানে লেখা আছে- ‘বিক্রয় হইবে হাইস্কুল/প্লে-দশম শ্রেণি চলমান/৪৫০ ছাত্রছাত্রীসহ’।বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বরও দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে। তবে সেখানে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞাপনে উল্লেখ করা নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ট্রু কলার অ্যাপসে সেই নম্বরের স্বত্বধিকারীর নাম ‘ওয়াহিদ রামপুরা’ভেসে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here