মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা যশোর থেকেঃ
রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে তদারকি চালাচ্ছে উপজেলা প্রশাসন । বাগআঁচড়া বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় শরিফ ষ্টোর কে ৫ হাজার টাকা, শহিদুল স্টোর ও কালাম স্টোর এ দুইটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং মেয়াদ উত্তীর্ন মালামালা নষ্ট করা হয়।
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
সোমাবার (০৩ এপ্রিল) বিকালে বাগআঁচড়ার মুদিদোকান, কাঁচাবাজারে অভিযান চালিয়ে বেশকিছু অভিযোগ পায় উপজেলা ভ্রাম্যমান আদালত। দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ পন্য থাকাসহ নানা অভিযোগে জরিমানা করা হয়।
শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, ‘আমরা পবিত্র রমজান উপলক্ষে সকল বাজার মনিটরিং করছি। ধারাবাহিকভাবে আমাদের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা।
ক্রেতারা বলেন, বাজার স্বাভাবিক রাখতে হলে রমজান মাসজুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তাহলেই বাজার স্বাভাবিক থাকবে বলে বিশ্বাস তাদের।