নাজিম উদ্দীন জনি, শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার গোগায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আঃ আজিজ(৫০) নামে এক পল্লী চিকিৎসক মৃত্যুবরণ করেছে।
বুধবার(২৭ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে তার মৃত্যু হয়।
মৃত- আজিজ উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের মৃত-আকবাত আলীর ছেলে।
মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গিয়েছেন।
জানাগেছে,আজিজ এলাকার একজন সুনামধন্য পল্লী চিকিৎসক।সে অনেকদিন আগে থেকে আ্যাজমা রোগে ভুগছিলো।গত কয়েকদিন আগে কাশি ও শ্বাসকষ্ট বেড়ে গেলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে পজেটিভ আসে। তখন তার পরিবারের লোকজন তাকে প্রথমে যশোর সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে।সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের আইসিইউতে ভর্তি করা হলে আজ তার মৃত্যু হয়।
পরে তাকে এ্যাম্বুলেন্স যোগে তার নিজ গ্রামে নিয়ে এসে বাদ আসর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।