শার্শার বাগআচড়ায় স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ২ এএসআই ও ১ কনষ্টেবল আটক

0
3

নাজিমউদ্দীন জনি (যশোর জেলা প্রতিনিধি) – ভারতে পাচার করার সময় দুই স্বর্ণ বহনকারী কে ৮টি স্বর্ণের বারসহ আটক করে স্বর্ণ আত্মসাত করার অভিযোগে যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই তবিবুর রহমান, এ.এস.আই রঞ্জন কুমার মৈত্র ও কনস্টেবল তুষার সরকার।

মঙ্গলবার সকালে তাদের যশোর আদালতে চালান দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত রোববার (১৯ মে) সন্ধ্যার দিকে শার্শার জামতলা প্রাইমারী স্কুলের পাশ থেকে দুই স্বর্ণ চোরাচালানি বেনাপোল পোর্ট থানার সাজেদুর রহমান ও আক্তার হোসেনকে ৮টি স্বর্নের বার সহ আটক করে
এ.এস.আই তবিবুর, এএসআই রঞ্জন ও কনস্টেবল তুষার। এসময় তাদের কাছ থেকে ৮টি স্বর্ণের বার কেড়ে রেখে দেয় ও তাদের ক্যাম্পে না এনে গোপনে ছেড়ে দেয়।স্বর্ণ আটকের কোন তথ্যও তারা ক্যাম্প ইনচার্জ কে অবহিত না করে নিজেদের কাছে রেখে দেয়।

এ ঘটনাটি ঐ রাতে জানাজানি হলে সোমবার সকালে ওই তিন পুলিশ সদস্যকে শার্শা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সতাতা স্বীকার করেন।এসময়
তাদের কাছ থেকে স্বর্ণও উদ্ধার করা হয়।

বিষয়টি পুলিশের উর্ধতন মহলে জানানোর পর সোমবার রাতেই শার্শা থানায়
তাদের বিরুদ্ধে ও স্বর্ণ চোরাচালানীদের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। মামলা নং-২৫ ও ২৬ তারিখ-২০/০৫/১৯।
এর পরই তাদের গ্রেপ্তার দেখানো হয়।

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সুখদেব ঘটনার সত্যতা স্বীকার জানান, অভিযুক্তরা বিষয়টি আমাকে না জানিয়ে নিজেরাই এ কাজ করেছে।উপরের নির্দেশে তাদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সোমবার রাতে থানায় দুইটি পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত তিন পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here